এস.আই মিজানের ঘুষ বানিজ্য সাথে আছে ফর্মা মিজান

ঈগল টিম ঃ- রাজধানীর দক্ষিনখান থানার এস. আই. মিজান ও তার সহকারী ফর্মা মিজান এরা দুইজন একসাথে মিলে দক্ষিনখান এলাকায় সাধারণ মানুষের এক আতঙ্ক। সাধারণ মানুষ চলাচলের উপর হঠাৎ করে হামলে পড়েন। জিজ্ঞাসা করেন কোথা থেকে আসছো কোথায় যাইবা তুমি কি কর কথা বলতে দেরি হলে হঠাৎ করেই এককান ধরে অন্য গালে থাপ্পর লাগিয়ে দেন স্বজোরে। আবার বলেন,“ ও তো ইয়াবা খায় কথা ওর মুখে বাজে। এস.আই. মিজান বলেন, “ এই তোর জিহŸা বের কর, বের করে তোর নাকের সাথে লাগা।” ফর্মা মিজান বলেন, “স্যার ওর জিহŸা তো নাকের সাথে লাগে নাই ও তো অরজিনাল ইয়াবা খোর।” এস. আই. মিজান বলেন, “ওর দেহ তল্লাশি কর।” ফর্মা মিজান বলেন, এই তোর মানিব্যাগ কোথায়। ভয়ে মানিব্যাগ দিয়ে দিলে ফর্মা মিজান একটা ইয়াবা মানিব্যাগে ঢুকিয়ে দিয়ে বলে স্যার একটা পাইছি। আপনাকে বলছিলাম না স্যার ও খায়। তখন ওর হাতে হ্যান্ডক্যাপ পড়িয়ে এস.আই. মিজানের বাইকের পিছনে বসিয়ে হাত দুটো ওর মাথার উপরে দিয়ে সামনের দিকে রাখেন। হাত দুটো ওর ঘাড়ে থাকেন। একটু নির্জন জায়গায় গিয়ে বাইক থামিয়ে এস. আই. মিজান বলেন, “তোর কাছে একটা পাইছি কি মামলা দিমু। তুই তোর আত্মীয়স্বজন / বন্ধুবান্ধবকে ফোন দে। একটা ইয়াবা তো হাজার ৫ টাকা দিলেই তোকে ছেরে দিব। ভোক্তাভোগী বলেন,“স্যার আমি গবির মানুষ আমি এইগুলো খায় না, চিনিও না।” তখন এস. আই. মিজান বলেন, “ওকে একটু জামাই আদর কর। তোতা পাখির মুখ যেহুতু খুলছে টাকাও আসবে। এরপরই শুরু হয় নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে বাবা, মা, ভাইবোন সহ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে ফোন করে এনে কিছু টাকা হাতিয়ে নিয়ে বলে যান আপনার ছেলেপেলেকে নিয়ে যান এবং ভালোভাবে চলতে বলবেন। জানেন না মাদকের উপরে বিশেষ অভিযান চলছে। এভাবেই চলছে তার ঘুষ বানিজ্য। দেখার যেন কেউ নেই। এসকল বিষয়ে দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,“আমি ব্যস্ত আছি পরে কথা বলব। এ ব্যাপারে এস. আই. মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনাদের এইসব পত্র-পত্রিকায় লেখালেখি করে আমার কিছু করতে পারবেন না। জান প্রধানমন্ত্রীর কাছে আমার নামে বিচার দেন। আমি কিছুই ভয় পায় না। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষ দর্শী অনেকেই জানান মিজানের অনেক খুটির জোর আছে। মিজান এই পর্যন্ত অনেক স্কুল কলেজ পড়–য়া ও সাধারন মানুষের হয়রানি করেছে। এতে মিজানের কেউ কিছুই করতে পারে নাই। আপনারা লেখালেখি করে কিবা করবেন। আমাদের প্রশ্ন থেকেই যায়,“এত বর ক্ষমতা এস. আই মিজানকে কে দিয়েছে ?” আমাদের অনুসন্ধানী ঈগল টিম তাই খুঁজছে। চোখ রাখুন ক্রাইম পেট্রোল বিডিতে।