কৌশলে গাংনী ইমারত নির্মাণ শ্রমিক সমিতির জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার ঃ মেহেরপুরের গাংনীর ইমারত নির্মাণ শ্রমীক সমিতির ক্রয়কৃত জমি কুট কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম সহ সকলেই এ অভিযোগ করেন। অভিযোগ করে তারা জানান, গত নয় মাস আগে মৃত বছর মন্ডলের মেয়ে ছপুরা খাতুন ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমি বিক্রয় করার জন্য গাংনী ইমারত নির্মাণ শ্রমীক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মধ্যে একটি চুক্তিপত্র সম্পাদন করেন। এর পরের দিন সমিতির পক্ষ থেকে জমির উপর একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। এর সাত মাস পর উক্ত চুক্তিকৃত জমি গাংনী সাব-রেজিষ্ট্রি অফিসে বিক্রয় কবলা মূলে রেজিষ্ট্রি সম্পাদন করা হয়। সমিতির সভাপতি অভিযোগ করে বলেন গত চার দিন আগে জমির উপর মটি ফেলতে গেলে সানঘাট গ্রামের মৃত আজিজ ফরাজির ছেলে মহিবুল সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলামকে মারধর করে ও পরবর্তিতে জমির উপর আসলে মেরে ফেলার হুমকি দেয় এবং দেশীয় অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন করে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিক ভাবে জাননো হয় বলে জানান। সমিতির সভাপতি অভিযোগে আরো বলেন সানঘাট গ্রামের মৃত আজিজ ফরাজির ছেলে মহিবুল,জাহিদ ও ওয়াহেদ জামায়াত এর রাজনীতি করে আসছে এবং কুটকৌশলে নিরীহ মানুষের জমি দখল করে বলে আমরা মনে করি। সভাপতি হাফিজুল ইসলাম নিজেকে জেলা শ্রমীক লীগের আহবায়ক কমিটির সদস্য বলে সাংবাদিকদের আরো বলেন জামায়াত বিএনপি ক্ষমতা থাকা কালে উল্লেখিত তিন ভাই সানঘাট গ্রামের লোক জনকে অত্যাচার করে। পরে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তারা গ্রাম ছেড়ে গাংনীতে বসবাস করে আসছে। সমিতির সাধারণ সমাপাদক সাহিদুল ইসলাম বলেন জমি ক্রয়ের দু’মাস পর যখন আমরা মটি ভরাট করছি তখন তারা এ জমির উপর কাজে বাঁধা দেওয়ার উদ্দেশ্য কী এ নিয়ে আমাদের প্রশ্নের কোন সদুত্তর পায়নি। তাছাড়া জমি রেজিষ্ট্রি করার ৭ মাস আগে চুক্তিপত্র সম্পাদন করেই আমরা সাইনবোর্ড লাগিয়ে দিই। সে সময় থেকে ৯ মাস অতিবাহিত হলেও তারা কোন আপত্তি করেনি। হঠাৎ গত ৪ দিন আগে আমার সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কে দেশীয় অস্ত্র দেখিয়ে নানা ভাবে ভীতি প্রদর্শন করে। এ বিষয়ে সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আরো জানান কুট কৌশলকারিদের হাত থেকে আমাদের জমি রক্ষার্থে প্রয়োজনে বৃহত্তর আন্দেলনের কর্মসুচী দেব ।