গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আফাজ উদ্দিন (৩৪) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

রোববার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত অবস্থায় দুই ডাকাতকে আটক করা হয়।

আফাজ উদ্দিন ময়মনসিংহের পাগলা থানার পাতাহার এলাকার গিয়াস উদ্দিন ওরফে গেসুর ছেলে। আটককৃত ডাকাত সদস্যরা হলো- সোহেল রানা রুবেল (৩০) ও আলম আহমেদ আলমগীর (২২)। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভোরে নলজানীর ওয়ারলেস গেট এলাকায় ডাকাত সদস্যরা অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আফাজ উদ্দিনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পালানোর সময় আলম ও রুবেল নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি কিরিচ ও চারটি মুখোশ উদ্ধার করা হয়েছে। আফাজের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এবং ময়মনসিংহের পাগলা ও গফরগাঁও থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে।