ঘুষ দিতে গেলে ৫ লাখ টাকাসহ এক যুবক আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ঘুষ দিতে গেলে ৫ লাখ টাকাসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার জেলা প্রশাসনে কয়েকটি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষার কাজ নিয়ে ব্যস্ত থাকার সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কুরানিরচর এলাকার বাসিন্দা তৌহিদুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের কক্ষে ঢোকেন।

এ সময় অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান পরিচয় দিয়ে ০১৮৮২১২৬২৩৬ নম্বর থেকে একটি ফোন জেলা প্রশাসকের সরকারি মোবাইলে একটি কল আসে। ওই কল পেয়ে জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি নিজের গানম্যান আকবর হোসেনকে ডেকে তৌহিদুর রহমানকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে একটি পলিথিনের ব্যাগে নগদ ৫ লাখ টাকা ও মাগুরার শ্রীপুর উপজেলার শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নামে নিয়োগ পরীক্ষার একটি প্রবেশপত্র ও তিনটি মোবাইল সেট পাওয়া যায়।

পরে পুলিশকে খবর দিলে রাত পৌনে ৯টার দিকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, ‘এ ঘটনায় তার (তৌহিদুর রহমান) বিরুদ্ধে রাতেই ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।’