টঙ্গীতে একের পর এক খুন, ছিনতাই, ডাকাতি

মোঃ রবিউল ইসলাম; টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুর জেলার টঙ্গীতে একের পর এক খুন, ছিনতাই, ডাকাতীতে এলাকার চরম অবনতি ঘটছে। টঙ্গী এলাকায় গত কয়েক মাসে লাশের মিছিলে পরিনত হয়েছে। জোড়া খুনের মত ঘটনায়ও মাথা ব্যাথা নেই স্থানীয় প্রশাসনের। ৫ সেপ্টেম্বর বিকেলে শেখ আব্দুল হামিদ (৫০) নামে এক বিকাশ কর্মীকে গুলি করে হত্যার পর প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত ৬ অক্টোবর টঙ্গী এরশাদ নগর এলাকায় ৪নং ব্লকের মৃত আব্দুল কাদেরের প্রবাসী ছেলে ও মাডার মামলার পালাতক আসামি জালালের ভাই দেলোয়ার হোসেনকে (৩০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই পুলিশ। একই দিনে সন্ধায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুলাই বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নার্গিস (৪৫) নামে এক নারীকে বটি-দা দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নার্গিস ময়মনসিংহের গফরগাঁও থানার জয়েরচর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী। ২৫ জুন শনিবার টঙ্গীতে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক ভিক্ষুক নিহত এবং আরও একজন আহত হয়েছে। মাদকাসক্ত ওই যুবক বিল্লাল হোসেন (৩০) কে আটক করেছে পুলিশ। ২৪মে মঙ্গলবার সকালে টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় কুতুব উদ্দিন (২৮) নামে এক সোর্সকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত ১৫মে রবিবার টঙ্গী এরশাদ নগর পুর্নবাসন এলাকার ৪নম্বর ব্লকের আলাল মিয়ার ছেলে শরিফ হোসেন (৩৫) ও হারুন মিয়ার ছেলে জুম্মন (২৫) কে মাদক ব্যবসার নিয়ন্ত্রনকে কেন্দ্র করে প্রতিপক্ষ মাদক ব্যাবসায়ীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। পরে দুইজনের লাশ বাড়ির পাশে চানকির বিলে ফেলে রেখে যায়। ১৫ মে টঙ্গীর কাঁঠালদিয়া কড়ইতলা বস্তিতে দুপুরে খাদিজা (২৫) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী রফিকুল ইসলাম (৩০)। নিহতের ছোট বোন গার্মেন্টকর্মী আকলিমা জানায়, ওই ঘটনায় পুলিশ তাদের পরিবারের অভিযোগ আমলে না নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। । ১৩মে শুক্রবার ভোরে গাজীপুরা-সাতাইশ রোডের পাশে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ। বিবস্ত্র লাশটি কাঁথা দিয়ে মোড়ানো ছিল। নিহতের নাকে-মুখে রক্তের দাগ এবং গলায় ওড়না পেঁচানো ছিল। এই লাশের পরিচয়ও ঘটনার সাথে জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি। একই স্থানে ওইদিনই আরো এক গৃহবধু ঝর্ণা আক্তার (২৪) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় এলাকাবাসি ঘাতক স্বামী নয়ন মিয়াকে (৩৯) টঙ্গীর সাতাইশ মাতবর মার্কেট থেকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। ১১মে দুপুরে টঙ্গী মডেল থানার সামনে থেকে প্রকাশ্যে এক মহিলার একলক্ষ সত্তর হাজার টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটে। গোপালপুর এলাকার মো: কামাল উদ্দিনের স্ত্রী রোবেনা কামাল (৪৮) ইসলামি ব্যাংক টঙ্গী বাজার শাখা থেকে একলক্ষ সত্তর হাজার টাকা উত্তোলন করে রিক্্রা যোগে বাসায় যাওয়ার পথে টঙ্গী মডেল থানার সামনে পৌছানো মাত্র মোটরসাইল নিয়ে দুই ছিনতাইকারী তাদের টাকা ছিনিয়ে নেয়। ৬মে টঙ্গীর প্রত্যাসা মাঠ এলাকা থেকে গলা কাটা অর্ধগলিত অজ্ঞাত (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। ৪মে বড় দেওড়া একটি পুকুর থেকে অজ্ঞাত আরো এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ২মে টঙ্গীর মাছিমপুর এলাকার গাজীবাড়ি রোডের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রনি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। এই ঘটনায় কয়েক জনকে গ্রেফতার করলেও বাকী আসামীরা রয়েছে ধোরা ছোয়ার বাইরে।
এব্যাপারে টঙ্গী মডেল থানা অফিসার্স ইনচার্জ মো: ফিরোজ তালুকদার জানান, টঙ্গী একটি ঘনবসতি এলাকা হওয়ায় এই এলাকায় অপরাধীদের আনাগোনা অন্য থানার তুলনায় একটু বেশি। তবে অন্য সময়ের চেয়ে এখন আইন শৃংখলা অনেকটা ভালো।