ডোমারে- অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক-৬

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ নীলফামারীর ডোমারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬ জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার ভোর রাতে জেলার ডোমার উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের ৭৮৬ নম্বর পেইন পিলারের টুএস বরাবর প্রধানপাড়া গ্রামের স্কুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ডোমার উপজেলার চান্দখানা গ্রামের সহিদুজ্জামানের ছেলে রেদওয়াজ্জামান প্রধান (২৫), নাছির উদ্দিনের ছেলে জুয়েল ইসলাম (৩০), মৃতঃ জমির উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (৪০), দারাজ উদ্দিনের ছেলে কাচু বাবু (৩০), মৃতঃ মমতাজ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪০), উপজেলার সোনারায় ইউনিয়নের সরকারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৯)। এসময় চান্দখানা গ্রামের মোখলেস উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৩৫) পালিয়ে যায়। বিজিবির চিলাহাটি কোম্পানী কমান্ডার সুবেদার আফতাব উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নায়েক সুবেদার মহেন্দ্র নাথ রায়ের নেতৃত্বে টহলরত বিজিবির দল ৭৮৬ নং পেইন পিলারের টু এস বরাবর প্রধানপাড়া গ্রামের স্কুল সংলগ্ন এলাকা থেকে ভারতে অনুপবেশের প্রস্তুতিকালে তাদের আটক করে।বৃহস্পতিবার  দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান জানান, তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় মামলা হয়েছে।