নরসিংদীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আটজন আহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আটজন আহত হয়েছেন।

রোববার রাতে সদর উপজেলার আলোকবালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলোকবালী গ্রামের জুয়েল, নাইম, বেদন, সুমন, জলিল মিয়া, হানিফা, তপু মিয়া ও কাউছার মিয়া। তাদের মধ্যে পাঁচজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী গ্রামের প্রাক্তন মেম্বার সাহেব আলী ও বর্তমান মেম্বার নাসির মিয়ার মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে সাহেব মেম্বার গ্রুপের লোকজন গ্রামের উমর গাজীর ঘরে বসে বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা তৈরি করছিল। এ সময় বোমার বিস্ফোরণ ঘটলে আটজন আহত হয়। এলাকাবাসী শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।