বরিশালে পুকুর দখল করে পুলিশের স্টল নির্মান

রিয়াজ পাটওয়ারী, বরিশাল ॥ বরিশাল নগরীর ১৭ নং ওয়ার্ডের মল্লিক রোডের ঐতিহ্যবাহী একটি পুকুর দখল করে স্টল নির্মান করছে জেলা পুলিশ। পুকুরের দক্ষিণ পাশ ঘেষে সেখানে ১০ থেকে ১২টি স্টল নির্মিত হচ্ছে। এজন্য পুকুরের মধ্যে পিলারও স্থাপন করা হয়েছে। যদিও ওই পুকুর ঘিরে যে কোন নির্মান কাজের উপর স্থিতি অবস্থা জারি করেছে উচ্চ আদালত এমনটাই জানা গেছে। শনিবার বরিশাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পরিবেশ সম্মিলনে এ নিয়ে অভিযোগ তোলা হলে জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এদিকে রিট দায়েরকারী হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি এ্যাড. মনজিল মোরসেদ গতকালই ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর দখলে ক্ষোভ প্রকাশ করেছেন। বরিশাল নদী খার বাচাঁও আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, শনিবার পরিবেশ সম্মলনে নগরীর মল্লিক রোডের পাশের পুকুর দখল করে জেলা পুলিশের স্টল নির্মানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। ওই সম্মিলনে পুকুরটি নিয়ে রিট দায়েরকারী হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি এ্যাড. মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন। সম্মিলনে পুকুর দখল বন্ধে জেলাপ্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হলে জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান এ বিষয়ে পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এদিকে পুকুর দখল করায় রিট দায়েরকারী এ্যাড. মঞ্জিল মোর্শেদ শনিবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে দেখা যায়, ৩ স্তরের পিলার বসিয়ে ১০/১২টি স্টল নির্মিত হচ্ছে। এ প্রসঙ্গে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি এ্যাড. মনজিল মোরসেদ বলেন, পুকুরটি নগরীর রিজার্ভ ট্যাংক হিসেবে ফায়ার সার্ভিস ব্যবহার করে আসছে। ওই পুকুরটি নিয়ে উচ্চ আদালতে রিট দায়ের হয়েছে। আদালত পুকুর ঘিরে কোন নির্মান কাজ এর উপর স্থিতি অবস্থা জারি করেছে। জেলা পুলিশ নির্মান কাজ বন্ধ না করলে ৭ দিনের মধ্যে তিনি আদালতের দারস্থ হবেন। নগরীর ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিটিকরপোরেশনের সৌন্দর্য্যবর্ধন কমিটির সদস্য সচিব আক্তারুজ্জামান হিরু বলেন, পুকুরটি ভরে পুলিশ ক্লাব এর পক্ষ থেকে স্টল তোলা হচ্ছে। গত ২/৩দিন ধরে সরকারী বালিকা বিদ্যালয়ের পাশ ঘেষে সেখানে নির্মান কাজ চলছে। তিনি বলেন, ওই পুকুরটি পুলিশ ক্লাব এবং স্থানীয় সর্দার বাড়ির সম্পত্তি। বিরোধ থাকায় এটা নিয়ে মামলা চলছে। কাউন্সিলর হিরু বলেন, এখানে পুকুর দখল করে কোন স্টাল করা হলে সরকারী বালিকা বিদ্যালয়, সরকারী মহিলা কলেজ এবং সিস্টার ডে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য হুমকী হয়ে দাড়াবে। তিনি বলেন, স্থানীয় কাউন্সিলর হিসেবে তাকে এ বিষয়ে অবহিত করা হয়নি। বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ বলেন, কারা স্টল করছে তা জানা নেই। তিনি খোজ নিয়ে দেখছেন। জানতে চাইলে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহাবুদ্দিন বলেন, জেলা পুলিশ সেখানে স্টল করছে। এখানকার পুকুর ও আসপাশের সম্পত্তি ব্রিটশ আমল থেকেই পুলিশ ক্লাব এর। যেকারনে নিজেরাই স্থানটি ভরাট করে পূনঃনির্মান করছেন। তিনি বলেন, পুলিশ ক্লাবের ওই স্থানটি বিভিন্ন ভাবে বেদখল হয়ে যাচ্ছে। তারা পুকুরটির কিছু অংশে স্টল করছেন। এজন্য পানির মধ্যে সিমেন্টের পিলার গেথে স্টল নির্মিত হচ্ছে। তিনি দাবী করেন, পুকুরটি ভরাট হয়নি, অস্থায়ীভাবে কিছু ঘর নির্মান হচ্ছে। আদালতের স্থিতি অবস্থা প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন বলেন, সেটা তার জানা নেই। এব্যপারে বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানরে সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সভায় আছেন বলে লাইন বিচ্ছিন্ন করে দেন।